বুলবুলকে কোচ হওয়ার প্রস্তাব দেবে বিসিবি
জাতীয় দলের সাবেক তারকা ক্রিকেটার এবং প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান আমিনুল ইসলাম বুলবুলকে টাইগারদের কোচ হওয়ার প্রস্তাব দেয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বৃহস্পতিবার বিসিবি পরিচালক ও ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান বাংলামেইলকে বিষয়টা নিশ্চিত করেন।
জাতীয় দল থেকে সদ্য বিদায়ী প্রধান কোচ শেন জার্গেনসেনের উত্তরসূরীর প্রস্তাব পেলে ভেবে দেখবেন বলে জানিয়েছিলেন সাবেক ক্রিকেটার আমিনুল ইসলাম বুলবুল। আগামী জুনেই তিন ম্যাচ ওয়ানডে সিরিজ খেলতে ঢাকায় আসছে ভারত। নিজের মাঠে ভারত সিরিজের আগে জাতীয় দলের জন্য বিদেশী কোচ খুজে পাওয়া কঠিন। তাই বিসিবিও চিন্তায় এখন দেশী কোচ দিয়েই ভারত সিরিজ চালিয়ে নেয়া।
ভারত সিরিজে দলের জন্য দেশী কোচ কোচ থাকছে এমন প্রশ্ন বিসিবি পরিচালক ও ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান বলেন,‘আমরা এখনও ঠিক করিনি কে ভারত সিরিজে কোচ হবে। তবে আগামী কয়েকদিনের মধ্যেই আমরা এ বিষয়টি চূড়ান্ত করবো।’
ভারত সিরিজের জন্য আমিনুল ইসলাম বুলবুলকে কোচের জন্য প্রস্তাব দেয়া হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন,‘আমরা বুলবুলকে কোচ হওয়ার জন্য প্রস্তাব দেব। বিসিবির সঙ্গে আলোচনা করেই আমরা তাকে প্রস্তাব পাঠাবো।’
ভারত সিরিজ ছাড়াও লম্বা সময়ের জন্য বুলবুলকে জাতীয় দলের প্রধান কোচ নিয়োগের ভাবনা আছে কিনা এমন প্রশ্নে তিনি বলেন,‘এ বিষয়টা এখনও চূড়ান্ত হয়নি। ’
ভারত সিরিজের জন্য মুশফিকদের অনুশীলন কবে শুরু হবে এমন প্রশ্নের জবাবে জাতীয় দলের সাবেক এ অধিনায়ক বলেন,‘এ মাসের শেষ সপ্তাহেই ভারত সিরিজের জন্য জাতীয় দলের ক্যাম্পিং শুরু হবে। আর তার আগেই আমরা জাতীয় দলের জন্য দেশী কোচ নিয়োগ দেব।’
টাইগারদের সঙ্গে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে আগামী ১৩ জুন ঢাকায় আসছে ভারত। ক্রিকেট বিশ্বের অন্যতম সেরা ক্রিকেট পরাশক্তি ভারত সাত দিনের সফর শেষে ২০ জুন দেশে ফিরে যাবেন। এর মাঝে আগামী ১৫,১৭ ও ১৯ জুন টাইগারদের সঙ্গে তিনটি ওয়ানডে ম্যাচে মুখোমুখি হবে কোহলীরা।