ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যু
ফেনীর দাগনভূঞায় একটি বেসরকারী হাসপাতালের নার্সের ভুল চিকিৎসায় এক নবজাতকের মৃত্যু হয়েছে। বুধবার রাতে এঘটনা ঘটে।
প্রতিবাদে অভিযুক্ত পপুলার হাসপাতালটি ভাঙচুর করেছে বিক্ষুব্ধ লোকজন। রাতে প্রসূতি মনোয়ারা বেগমকে (৩৫) মুমূর্ষু অবস্থায় চট্রগ্রাম নেয়া হয়েছে। এঘটনায় দাগনভূঞা থানা পুলিশের উপস্থিতিতে ১ লাখ টাকায় ঘটনাটি রফাদফা হয়েছে।
নবজাতকের অভিভাবক হাফেজ এনায়েতউল্যাহ জানান, তার বোন মনোয়ারা বেগম সেনবাগ উপজেলার কাবিলপুর ইউনিয়নে ইয়ারপুর গ্রামে আবুল কাসেমের স্ত্রী। তার প্রসব বেদনা উঠায় গত বুধবার সকালে পপুলার হাসপাতালে ভর্তি করেন। সেখানে তমালিকা নামে অনভিজ্ঞ নার্স মনোয়ারার প্রসব করাতে গেলে শিশুটি মারা যায় এবং প্রসূতির রক্তক্ষরণ শুরু হয়। মনোয়ারার অবস্থা অবনতি হলে তাকে চট্রগ্রামে নেয়া হয়।
দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজামউদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করেছেন।