যুক্তরাষ্ট্রে সন্ত্রাসী হামলায় বাংলাদেশি পরিচালক নিহত
প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক এমবি মানিক যুক্তরাষ্ট্রে সন্ত্রাসী হামলায় নিহত হয়েছেন (ইন্না লিল্লাহি… রাজিউন)।
বুধবার যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বিকেল তিনটায় তার ওপর এ হামলা চালানো হয়।
তার পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় দুই বছর ধরে যুক্তরাষ্ট্রে বসবাসের পাশাপাশি নিজের একটি ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করে আসছিলেন এমবি মানিক। বুধবার স্থানীয় সময় বিকেল তিনটায় একদল সন্ত্রাসী তার কাছে চাঁদা চাইতে আসে। এ সময় তাদের সঙ্গে বাক-বিতণ্ডার এক পর্যায়ে সন্ত্রাসীরা গুলি চালায়, এতে ঘটনাস্থলেই নিহত হন এমবি মানিক।
উল্লেখ্য, নব্বইয়ের দশকের শুরু থেকেই চলচ্চিত্র নিমার্ণের সঙ্গে জড়িত ছিলেন পরিচালক এমবি মানিক। তার নির্মিত চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে ‘এক টাকার দেনমোহর’, ‘জান আমার জান’, ‘বলো না তুমি আমার’, ‘দুর্ধর্ষ প্রেমিক’ ইত্যাদি।