এককভাবে বিজেপি পেতে পারে ২৩৫ আসন, কংগ্রেস মাত্র ৭৯!

82536_1_0ভারতের হিন্দুত্ববাদী দল বিজেপি নেতৃত্বাধীন জোট (এনডিএ) এবারের লোকসভা নির্বাচনে ২৭৯ আসন পেতে পারে বলে জানিয়েছে এনডিটিভি। এর ফলে ৫৪৩ আসনের সংসদে সরকার গঠন করতে বিজেপি জোটকে অন্য কোনো দলের ওপর নির্ভর করতে হবে না।

বুধবার রাতে প্রচারিত এনডিটিভি-হান্সার বুথ ফেরত সমীক্ষা বা এক্সিট পোলে দেখা যায়, বিজেপি এককভাবে ২৩৫ আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে। এর ফলে দলটি এবার সবচেয়ে বেশি আসন পেতে যাচ্ছে।

জরিপে বলা হয়েছে, কংগ্রেস এবার শোচনীয় পরাজয় বরণ করবে। ভারতের সবচেয়ে পুরনো দলটির নেতৃত্বাধীন ইউপিএ জোট এবার মাত্র ১০৩টি আসন পেতে পারে। এর মধ্যে কংগ্রেস এককভাবে পেতে পারে মাত্র ৭৯টি আসন। দলটির ইতিহাসে এবারই সবচেয়ে খারাপ ফল হতে যাচ্ছে।

এনডিএ এবং ইউপিএ জোটের বাইরে অন্যান্য দল ও জোট ১১৬ আসনে জয় পেতে পারে জরিপে বলা হয়েছে।

অন্যদিকে সিএনএন-আইবিএন বুধবার যে বুথ ফেরত সমীক্ষা প্রকাশ করেছে তাতে বলা হয়েছে যে এনডিএ ২৭৪-২৮২ আসন পেতে পারে। এর মধ্যে বিজেপি এককভাবে ২৩০-২৪২ আসনে জয় পেতে পারে।
আগামীকাল শুক্রবার ভারতের ষোড়শ লোকসভা নির্বাচনের ফল ঘোষণা করা হবে এবং নির্ধারিত হবে আগামী পাঁচ বছরে ভারতের নেতৃত্ব।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend