প্রধানমন্ত্রীকে ২৪ ঘণ্টা আল্টিমেটাম বিএনপির
আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ২৪ ঘণ্টার মধ্যে পদত্যাগের আল্টিমেটাম দিয়েছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা সামছুজ্জামান দুদু।
শুক্রবার বেলা সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মামলার বিচারিক কার্যক্রম বিশেষ আদালতে স্থানান্তর করায় ৯০’র ডাকসু সর্বদলীয় ছাত্র ঐক্য আয়োজিত প্রতিবাদ সভায় তিনি এসব কথা বলেন।
দুদু বলেন, ভারতে একটা উত্তাপ বইছে। এ উত্তাপ সবাই বুঝতে পারছেন। একটা নির্বোধ কথিত প্রধানমন্ত্রী এটা বুঝছেন না। আওয়ামী লীগের সবচেয়ে আপনজন সোনিয়া গান্ধি। আজকে দেখলাম তার বাড়িতে কোনো মুখপাত্র খুঁজে পেল না মিডিয়া।
তিনি বলেন, মুক্তিযোদ্ধারা গণতন্ত্র এনেছেন। শেখ মুজিব জবাই করেছে। এরশাদ গণতন্ত্র হত্যা করেছে। আর খালেদা জিয়া তা উদ্ধার করেছেন। আবারও গণতন্ত্র উদ্ধার করবেন খালেদা জিয়া।
আওয়ামী লীগ নেতাদের সঙ্গে আত্মীয়তা করার সমালোচনা করে দুদু বলেন, তাদের ছেলে-মেয়েদের সঙ্গে নিজেদের ছেলে-মেয়েদের বিয়ে দিবেন, হতে পারে না। এরা গণতন্ত্রের বন্ধু হতে পারে না। এদের ত্যাগ করেন।
ডাকসুর সাবেক ভিপি ও বিএনপির যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমানের সভাপতিত্বে ও নাজিম উদ্দিন আলমের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এতে আরও বক্তব্য রাখেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপন, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, শিক্ষা সম্পাদক খায়রুল কবির খোকন, গণতান্ত্রিক লীগের সাইফুদ্দিন আহমেদ মনির, বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, স্বেচ্ছাসেবক দলের সাধরণ সম্পাদক মীর সরাফত আলী সপু, ছাত্রদলের সভাপতি আবদুল কাদের ভূইয়া জুয়েল, সাবেক সভাপতি আজিজুল বারী হেলাল, সুলতান সালাউদ্দিন টুকু, সাবেক সাধারণ সম্পাদক আমিরুজ্জামান খান আলীম প্রমুখ।