মোদিকে জামায়াতের অভিনন্দন
ভারতের ১৬তম লোকসভা নির্বাচনে বেসরকারি ফলাফলে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠভাবে জয়লাভ করায় দলটির প্রধান নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানিয়েছে জামায়াতে ইসলাম।
শুক্রবার দুপুরে ভোট গণনার সময় দলটির ভারপ্রাপ্ত আমির মকবুল আহাম্মদ এক বিবৃতিতে সাংবাদিকদের এ তথ্য জানান।
বিবৃতিতে বলা হয়, লোকসভা নির্বাচনে বিজেপি ৩৩২ টি আসনে নিরঙ্কুশ ভোট পেয়ে সরকার গঠন করতে যাচ্ছে। এ জন্য নরেন্দ্র মোদীকে অভিনন্দন ও শুভেচ্ছা। আমরা আশা করি, মোদী সাম্প্রদায়িক সম্প্রীতি ও গণতান্ত্রিক মূল্যবোধের ভিত্তিতে দেশ পরিচালনা করবেন।
জামায়াতে ইসলাম সব সময়ই প্রতিবেশী রাষ্ট্র ভারতের সঙ্গে বন্ধু সুলভ এবং সমঝোতা ভিত্তিক সম্পর্ক রক্ষায় আগ্রহী। ভারতে সঙ্গে বাংলাদেশের যে সমস্যাগুলো রয়েছে তা সম-মর্যাদায় আলাপ-আলোচনার ভিত্তিতে দূর করা সম্ভব। বিজেপি সরকারের কাছে বাংলাদেশের জনগণ সে প্রত্যাশাই করে।