ব্রাজিলে বিশ্বকাপ বিরোধী জনগণের রাস্তা অবরোধ

brazilআবার রাস্তায় নেমে এলো ব্রাজিলের বিশ্বকাপ বিরোধী জনগণ। তারা রাস্তা অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছে। হাজার হাজার বিক্ষুব্ধ জনতাকে ছত্রভঙ্গ করতে স্থানীয় পুলিশ টিয়ার গ্যাস নিক্ষেপ করে।

বিক্ষুব্ধ জনতার মতে তাদের দেশে খাবার সংকট, বাসস্থান সংকট লেগেই রয়েছে। অথচ তাদের দেশ বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করছে বিশ্বকাপ আয়োজনে। এই অবরোধ ছড়িয়ে পড়ে রাজধানী ব্রাসিলিয়াসহ অনেকগুলো শহরে।

বিক্ষুব্ধ জনতার মাঝে ছিল শিক্ষক, সরকারী চাকুরিজীবি এবং অন্যান্য পেশার মানুষ। তারা কিছু কিছু রাস্তা বন্ধ করে দেয়। সাধারণ মানুষের জীবনযাত্রার মানের উন্নয়ন, বাসস্থান ও হাসপাতাল নির্মাণের দাবি জানিয়েছে বিক্ষোভকারীরা।

বৃহস্পতিবার সাও পাওলোর স্টেডিয়ামের পাশেও বিক্ষোভ দেখা গেছে। এখানেই বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend