নেত্রকোনায় কালবৈশাখী চলে গেলেও ফিরে আসেনি বিদ্যুতের আলো
কালবৈশাখী ঝড়ের ২০ দিন পার হলেও বিদ্যুৎ ব্যবস্থা স্বাভাবিক না হওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে নেত্রকোনার চার উপজেলার লক্ষাধিক মানুষের জীবনযাত্রা।
গত ২৭ এপ্রিল মধ্য রাতে নেত্রকোনা সদরের একাংশ, কলমাকান্দা, বারহাট্টা, মোহনগঞ্জ ও পার্শ্ববর্তী সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলার প্রায় ৪৫টি গ্রামের উপর দিয়ে বয়ে যায় প্রচণ্ড কালবৈশাখী ঝড়। প্রায় আধাঘণ্টা স্থায়ী ঝড়ের হিংস্র থাবায় পাঁচ উপজেলায় মারা যান শিশুসহ ১৩ জন।
মন্ত্রীর আশ্বাসের ১২ দিন পরও পল্লী বিদ্যুৎ সমিতি বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে পারেনি। এদিকে বিদ্যুতের অভাবে আমাদের জীবনযাত্রা এখন অচল হয়ে পড়েছে।
নেত্রকোনা পল্লী বিদ্যুৎ সমিতির সূত্রে জানা যায়, ঝড়ে পল্লী বিদ্যুতের প্রায় দুই শতাধিক বৈদ্যুতিক খুঁটি ভেঙ্গে পড়েছে। অনেক স্থানে তার ছিড়ে এবং ট্রান্সফরমার বিকল হয়ে প্রায় তিন কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
তবে বিদ্যুৎ ব্যবস্থা স্বাভাবিক করতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছে নেত্রকোনা পল্লী বিদ্যুৎ সমিতি।