প্রধান কোচ বিষয়ে আগামী সোমবার সব জানানো হবে: পাপন
বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন আগামী সোমবার প্রধান কোচের বিষয়ে সুনির্দিষ্টভাবে জানানো হবে বলে সাংবাদিকদের নিশ্চিত করেছেন।
শুক্রবার স্থানীয় একটি হোটেলে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
চন্দিকা হাথুরাসিংহের নাম আছে কিনা তালিকাতে এ প্রশ্নে নাজমুল হাসান পাপন বলেছেন,‘হাথুরাসিংহের নামটাও বলতে চাই না। কারণ ওতো এখনো পর্যন্ত কোনো জায়গা থেকে ক্লিয়ারেন্স পায়নি। আমরা এখন পারিশ্রমিক নিয়ে আলোচনা করছি। সবকিছু মিলে যদি না হয় তবে বেকায়দায় পড়তে হবে।
ভারত সফরে দেশি কোচ নাকি হেড কোচ নিয়োগ দেওয়া হবে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, জাতীয় দলের হেড কোচ হওয়ার সম্ভাবনা এ মুহূর্তে দেশি কোনো কোচের নেই। হাই পারফরমেন্স, সহযোগী কোচ, এ্যাকডেমি কোচ আপাতত আমরা নিয়াগ দেব। আমরা হেড কোচের সঙ্গে আরো ২ জন কোচ নিয়োগ দেব। তাদের সঙ্গে আরো ২ জন করে দেশি কোচ দিয়ে দিচ্ছি। তবে ফুল টাইম না। আমরা বিশেষজ্ঞ ব্যাটিং-বোলি-ফিল্ডিং কোচ ১/২ মাস করে কাজ করব। বিশ্বকাপের আগে তারা ৩বার আসবে।