ইসলামপুরে দু’দিনব্যাপি দেশে উদ্ভাবিত প্রযুক্তি মেলা
ইসলামপুরে দু’দিনব্যাপি দেশে উদ্ভাবিত প্রযুক্তি মেলা ও প্রদর্শনী শুরু হয়েছে।
স্থানীয় এমপি আলহাজ ফরিদুল হক খান দুলাল প্রধান অতিথি ও উপজেলার চেয়াম্যান নবী নেওয়াজ খান বিপুল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে দুইদিন ব্যাপী মেলার উদ্বোধন করেন। উপজেলা প্রশাসন গতকাল সকালে স্থানীয় পাবলিক হল মিলনায়তনে মেলার আয়োজন করেন। এ উপলক্ষে উপজেলা নির্বাহী অফিসার মাছুমুর রহমানের সভাপতিত্বে এক সেমিনার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে বিসিএসআইআর এর ছয়জন বিশিষ্ট বিজ্ঞানী দেশে উদ্ভাবিত বিভিন্ন প্রযুক্তির উপর বিশেষ বক্তব্য রাখেন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম মোস্তফার সংচালনায় বিজ্ঞানী ড. সাইফুল ইসলাম উন্নত চুলা, ড. চপল কুমার রায় অনন্য খাদ্য, ড. সাইফুল ইসলাম বায়োগ্যাসপ্লান্ট প্রযুক্তি, ড. মশিউর রহমান সৌর ড্রায়ার অব বেজিট্যাবল এবং অঙ্কুরিত শিশু খাদ্য, ড. সেলিম খান নিম ও ঔষুধী গাছের গুনাগুন এবং ড. আখতার হামিদ দেওয়ান পানি বিশুদ্ধ করণ নিয়ে তাদের উদ্ভাবিত বিষয়ের উপর বক্তব্য রাখেন। পরে অথিতি ও বিজ্ঞানী বৃন্দ মেলায় অংশ গ্রহণ কারী বিভিন্ন স্টল ঘুরে দেখেন।