ব্রাহ্মণবাড়িয়ায় দু’পক্ষের মধ্যে সংঘর্ষে আহত ৮
ব্রাহ্মণবাড়িয়ায় দু’পক্ষের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ৮ জন আহত হয়েছে।
শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে শহরের কলেজপাড়া এবং শিমরাইল কান্দি এলাকায় পূর্ব বিরোধের জের ধরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় উভয় পক্ষ শতাধিক ককটেল বিস্ফোরণ ঘটায়।
প্রথ্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার কলেজপাড়া আর শিমরাইল কান্দি এলাকার ছেলেদের মধ্যে ডিস লাইনের তার ছেড়াকে কেন্দ্র করে কথা কাটাকাটি এবং মারামারির ঘটনা ঘটে। এরই জের ধরে শুক্রবার সন্ধ্যায় এরই জের ধরে শুক্রবার সন্ধ্যায় শিমরাইল কান্দির লোকজন সংগঠিত হয়ে কলেজপাড়ায় হামলা চালিয়ে কয়েকটি দোকান ভাঙচুর করে। এরপর দুই পাড়ার লোকজনের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এসময় দু’পক্ষই শতাধিক ককটেল বিস্ফোরণ ঘটায়। এ ঘটনার পর কলেজপাড়া, শিমরাইল কান্দি, ডাক বাংলোর মোড় এবং দক্ষিণ মৌরাইল এলাকার লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পরে পুলিশ এসে কয়েক রাউন্ড শটগানের গুলি ছোড়ে এবং অবিস্ফোরিত ১০-১৫টি ককটেল উদ্ধার করে।