সারাদেশ থেকে বিচ্ছিন্ন কুয়াকাটা
শুক্রবার সকাল থেকে কলাপাড়া-কুয়াকাটা সড়কের শিববাড়িয়া নদীর উপর মহীপুর ফেরির তলদেশ ফেঁটে যাওয়ায় পর্যটন কেন্দ্র কুয়াকাটার সাথে সারাদেশের সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে।
এর ফলে অনেক পর্যটক কলাপাড়া ফেরিঘাটে এসে ফেরি বন্ধ দেখে কলাপাড়া থেকেই ফিরে চলে গেছে। তবে বিকল্প ব্যবস্থা না করে ফেরি চলাচল বন্ধ রাখায় কুয়াকাটায় ভ্রমনে আসা পর্যটকরা ক্ষোভ প্রকাশ করেন।
কলাপাড়া সওজ কর্মকর্তারা জানান, ফেরির ফেঁটে যাওয়া তলদেশ মেরামতের জন্য গত আজ সকাল থেকে কাল দুপুর পর্যন্ত ফেরি চলাচল বন্ধ থাকবে।
সওজ অফিস সূত্রে জানা যায়, কুয়াকাটাগামী শিববাড়িয়া নদীর মহীপুর ফেরিটি গত একমাস আগে তলদেশ ফেঁটে যায়। এখানে নতুন একটি ফেরি সংযোজন করা হয়েছে। কিন্তু সেটি এখনও না আসায় পুরাতন ফেরিটি সংস্কারের উদ্যেগ নেয়া হয়। এছাড়া ফেরির গ্যাংওয়ে ও ষ্টিলের পাটাতন ও ফেঁটে গেছে। তাও সংস্কার করা হবে।