শ্রীপুরে দু’গ্রুপের গোলাগুলিতে পড়ে এক নারী আহত
গাজীপুরে দুই গ্রুপের গোলাগুলির ঘটনায় এক নারী আহত হয়েছেন।
শুক্রবার দুপুরে জেলার শ্রীপুর উপজেলায় দুই গ্রুপের গোলাগুলির মধ্যে পড়ে সুমী (২৫) নামের ওই নারী আহত হয়েছেন বলে জানা গেছে। সে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার মোহাম্মদ শহিদের মেয়ে। শ্রীপুর উপজেলার মাওনায় তার একটি সেলাইয়ের দোকান (টেইলার্স) রয়েছে।
আহত সুমীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুপুরে মাওনায় নিজ বাসা থেকে সুমি তার বোন সাথীকে নিয়ে কাপাসিয়া বাজারের কাছে একটি মেলায় যান। ওই সময় মেলার অদূরে স্থানীয় দুদলের সংঘর্ষ ও গোলাগুলি চলছিল। সুমি ও তার বোন সংঘর্ষের মাঝে পড়ে গেলে একটি গুলি সুমির পেটের বাম পার্শ্বে বিদ্ধ হয়।