পরাজয়ের দায় স্বীকার করলেন সোনিয়া-রাহুল
ভারতের লোকসভা নির্বাচনে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট বিপুল সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় এবার ক্ষমতা হাতছাড়া হল কংগ্রেসের। নরেন্দ্র মোদির মসনদে চাপা এখন সময়ের ব্যাপার মাত্র।
এদিকে শুক্রবার বিকেল ৫টায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে কয়েক দশকে কংগ্রেসের সব থেকে মর্মান্তিক পরাজয়ের দায় স্বীকার করে নিয়েছেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী ও সহ-সভাপতি রাহুল গান্ধী।
প্রথমেই নতুন সরকারকে ধন্যবাদ জানান এবারের নির্বাচনে কংগ্রেসের সেনাপতি। এরপরই তিনি বলেন, নির্বাচনে কংগ্রেসের ফল অত্যন্ত খারাপ। দলের সহ-সভাপতি হওয়ায় এই ফলের জন্য আমি দায় স্বীকার করে নিচ্ছি।
সোনিয়া গান্ধীর থেকেও একই প্রতিধ্বনী শোনা গেল এরপরই। নিজের দায় স্বীকার করে তিনি বলেন, জনাদেশ মাথা পেতে গ্রহণ করে নিচ্ছি।
বিজেপি সরকার সম্পর্কে কংগ্রেস সভানেত্রীর আশা, নতুন সরকার দেশের ঐক্য ও সংহতির বিষয়ে সমঝোতা করবে না বলেই আশা করি।