ডুবে যাওয়া লঞ্চের উদ্ধার অভিযান সমাপ্ত, ৪৩ লাশ উদ্ধার
মেঘনা নদীতে ডুবে যাওয়া লঞ্চ এমভি মিরাজ-৪ প্রায় ৩৮ পর উদ্ধার করা সম্ভব হয়েছে। শনিবার সকাল পৌনে ৮টায় উদ্ধার অভিযান আনুষ্ঠানিকভাবে সমাপ্ত করা হয়। এ সময় আরও ৩টি লাশ উদ্ধার করা হয়। এ নিয়ে মোট উদ্ধারকৃত লাশের সংখ্যা দাঁড়ালো ৪৩টি।
কিছুক্ষণ পর বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান উদ্ধার অভিযান প্রসঙ্গে সাংবাদিকদের ব্রিফিং করবেন বলে জানিয়েছেন বিআইডব্লিউটিএ’র পরিচালক মো. হোসেন।
এর আগে শুক্রবার দিনগত রাত ১১টা থেকে সোয়া ৫টা পর্যন্ত আরও ১৪টি লাশ উদ্ধার করা হয়। এর আগে বৃহস্পতিবার বিকেল পর্যন্ত উদ্ধার করা হয়েছিলো ২৯টি লাশ।
উল্লেখ্য, বৃহস্পতিবার দুপুরে ঢাকার সদরঘাট থেকে ছেড়ে আসা যাত্রীবাহী লঞ্চ এমভি মিরাজ-৪ মুন্সিগঞ্জের গজারিয়া লতপুরে ঝড়ের কবলে পড়ে তিন শতাধিক যাত্রী নিয়ে মেঘনা নদীতে ডুবে যায়।
এ সময় কিছু যাত্রী সাঁতার কেটে পাড়ে উঠতে পারলেও এখনো নারী ও শিশুসহ শতাধিক যাত্রী নিখোঁজ রয়েছে।