সিদ্ধিরগঞ্জের গণশুনানিতে জনতার ভীড়
নারায়ণগঞ্জে সাত হত্যাকাণ্ডের ঘটনায় হাইকোর্টের নির্দেশে গঠিত তদন্ত কমিটি তৃতীয় দফায় গণশুনানিতে সাক্ষ্য দিতে কয়েক’শ লোক হাজির হয়েছে।
শনিবার সকাল সাড়ে ১০টায় সিদ্ধিরগঞ্জ বিদ্যুেকন্দ্রের ভেতরে অবস্থিত রেস্টহাউসে এই শুনানির কার্যক্রম শুরু হয়।
এর আগে ১২ ও ১৫ মে নারায়ণগঞ্জ সার্কিট হাউসে প্রথম ও দ্বিতীয় দফার গণশুনানি হয়। ওই দুই দফার গণশুনানিতে সাক্ষী হিসেবে লোকজনের তেমন সাড়া মেলেনি।
তদন্ত কমিটি আজ শনিবার সিদ্ধিরগঞ্জ বিদ্যুেকন্দ্রের ভেতরে অবস্থিত রেস্টহাউসে গণশুনানির কার্যক্রম শুরু করেছে। গণশুনানিতে অংশ নিতে অন্তত ৩-৪ শত লোক ঘটনাস্থলে হাজির হয়েছেন।
গত ২৭ এপ্রিল দুপুরে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কাউন্সিলর নজরুল ইসলাম ও আইনজীবী চন্দন সরকারসহ সাতজন ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড থেকে অপহৃত হন। এর তিন দিন পর শীতলক্ষ্যা নদীতে একে একে ভেসে ওঠে সাতজনেরই মরদেহ। এ ঘটনার সার্বিক তদন্তে সাত সদস্যের কমিটি গঠনের নির্দেশ দেন হাইকোর্ট।