রাজশাহী শিক্ষাবোর্ডে সর্বোচ্চ পাশের হার
মাধ্যমিক ও সমমানের পরীক্ষার এবার সবগুলো শিক্ষাবোর্ডের চেয়ে রাজশাহীর শিক্ষার্থীরা ভালো করেছে। এ বোর্ডে পাসের হার ৯৬ দশমিক ৩৪ শতাংশ। যেখানে এবার সারাদেশে পাশের হার ৯১.৩৪ শতাংশ।
অন্যান্য বোর্ডের মধ্যে ঢাকা বোর্ড ৯৩ দশমিক ৯৪ শতাংশ, কুমিল্লা ৮৯ দশমিক ৯২ শতাংশ, যশোর ৯২দশমিক ১৯ শতাংশ,চট্টগ্রাম ৯১ দশমিক ৪০ শতাংশ, বরিশাল ৯০ দশমিক ৬৬ শতাংশ, সিলেট ৮৯ দশমিক ২৩ শতাংশ ও দিনাজপুর ৯৩ দশমিক ২৬ শতাংশ। এছাড়া মাদ্রাসা বোর্ডে পাসের হার ৮৯ দশমিক ২৫ শতাংশ এবং কারিবোর্ড থেকে উত্তীর্ণ হয়েছে ৮১ দশমিক ৯৭ শতাংশ শিক্ষার্থী।
এ বছর ৯১ দশমিক ৩৪ শতাংশ শিক্ষার্থী পাস করেছে, যাদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৪২ হাজার ২৭৬ জন।
মোট পাস করা শিক্ষার্থীর সংখ্যা ১৩ লাখ তিন হাজার ৩৩১ জন। পাস করা শিক্ষার্থীদের মাঝে ছেলেদের সংখ্যা ৬ লাখ ৭১ হাজার ৯৬১, শতাংশের হিসাবে যা ৯১.৮৪ এবং মেয়েদের সংখ্যা ছয় লাখ ৩১ হাজার ৩৭০, শতাংশের হিসাবে যা ৯০.৮১।
গত ৯ ফেব্রুয়ারি থেকে ২২ মার্চ এসএসসি ও সমমানের তত্ত্বীয় পরীক্ষা শেষ হয়। এতে ১৪ লাখ ৩২ হাজার ৭২৭ শিক্ষার্থী অংশ নেয়।
শনিবার সকাল ১০টায় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সব বোর্ডের চেয়ারম্যানদের নিয়ে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলাফলের কপি হস্তান্তর করেন।