বার্সায় পরিবর্তন চান ইনিয়েস্তা
শুভ সূচনা করেও ৬ বছর পর বড় কোনো শিরোপা ছাড়াই মৌসুম শেষ করার আশঙ্কায় পড়েছে বার্সেলোনা। লা লিগায় তাদের চ্যাম্পিয়ন হওয়ার আশা কিছুটা বেঁচে আছে। তবে কাতালানদের মাঝমাঠের প্রাণভোমরা আন্দ্রেস ইনিয়েস্তা মনে করেন, শিরোপা জিতুক আর নাই জিতুক বার্সেলোনার স্কোয়াডে পরিবর্তন আনতে হবে। সম্প্রতি ‘ওলে’ নামক এক পত্রিকায় সাক্ষাৎকারে এমনই মন্তব্য করেছেন স্প্যানিশ তারকা।
এদিকে বর্তমান কোচ জেরার্ডো মার্টিনোতে মুগ্ধ ইনিয়েস্তা। যে কারণে কোচ পরিবর্তনের কথা জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, ‘আমি মনে করি, মার্টিনো একজন সেরা কোচ। তিনি যেভাবে দায়িত্ব পালন করছেন তাতে আমি মুগ্ধ। নিজের সেরাটা ঢেলে দিচ্ছেন তিনি। এটা মনে রাখতে হবে, প্রত্যেকের জন্যই শুরুটা অনেক কঠিন হয়।’
শিষ্যদের অনুপ্রাণিত করতে মার্টিনো বেশ পারদর্শী! হ্যাঁ, সে কথাই বোঝাতে চেয়েছেন ইনিয়েস্তা, ‘তিনি সব সময় আমাদের প্রেরণা দিয়ে থাকেন। আমাদের নিয়ে তার আত্মবিশ্বাস অনেক তুঙ্গে। বার্সায় যেই আসুক তার জন্য কাজটা মোটেই সহজ নয়।’
বার্সার এখন দুঃসময় চলছে। ভাগ্যদেবীও নাকি অন্যদিকে মুখ ঘুরিয়ে নিয়েছে। এই বিষয়ে ইনিয়েস্তা বলেন, ‘আমরা সমষ্টিগতভাবে খারাপ করছি। মাঝে মাঝে এমন হয়, আপনি যেভাবেই খেলেন না কেন কিছুই কাজে আসে না।’ বার্সেলোনার সঙ্গে দীর্ঘ দিনের পথচলা ইনিয়েস্তার। বর্তমান দল নিয়ে তিনি অসন্তুষ্ট? তা না হলে কেনই বা স্কোয়াড পরিবর্তনের কথা বলবেন ৩০ বছর বয়সী মিডফিল্ডার, ‘পরির্বতন সময়ের দাবি। চলতি মৌসুমে বার্সা শিরোপা জিতুক আর নাই জিতুক স্কোয়াডে পরিবর্তন আনতে হবে।’ অপরদিকে স্বপ্নের মৌসুম পার করছে ডিয়েগো সিমেয়োনে।
অ্যাটলেটিকো বসের প্রশংসায় ইনিয়েস্তা বলেন, ‘সিমেয়োনেকে অভিনন্দন। অ্যাটলেটিকোকে নিয়ে দারুণ সময় কাটাচ্ছেন তিনি।