জরিমানা গুনলেন পাঁচ পাকিস্তানি ক্রিকেটার
গত মাসে হিউস্টনে অনুষ্ঠিত ‘ফ্রেন্ডশিপ কাপ টি-টোয়েন্টি’ টুর্নামেন্টে কর্তৃপক্ষের অনুমতি ছাড়া অংশ নেয়ায় পাঁচ পাকিস্তানী ক্রিকেটারকে পাঁচ লাখ রুপি জরিমানা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড(পিসিবি)।
পাঁচ ক্রিকেটাররা হলেন, ফাস্ট বোলার ওয়াহাব রিয়াজ, অল রাউন্ডার আব্দুর রাজ্জাক, মিডল অর্ডার ব্যাটসম্যান ফাওয়াদ আলম, ওপেনিং ব্যাটসম্যান নাসির জামশেদ এবং শাহজেব হাসান। তারা পিসিবির কোন প্রকার অনুমতি ছাড়াই অংশ নিয়েছিল সেই টুর্নামেন্টে।
এদিকে ওই টি-টোয়েন্টি টুর্নামেন্টে আজীবন নিষিদ্ধ পাকিস্তানী লেগ স্পিনার দানেশ কানেরিয়াও অংশ নিয়েছিলেন ।
গতমাসের ওই ঘটনার পর এ বিষয়ে পাকিস্তানের ডোমেস্টিক ক্রিকেট ডিরেক্টর ইন্তিখাব আলম, ভিজিল্যান্স জেনারেল ম্যানেজার আজম খান এবং ইন্টারন্যাশনাল ক্রিকেট ম্যানেজার উসমান ওয়াহলাকে নিয়ে তদন্ত কমিটি গঠন করা হয়।
তদন্ত কমিটির জেরার মুখে অভিযুক্ত পাঁচ ক্রিকেটার ওই টুর্নামেন্টে অংশগ্রহণের কথা স্বীকার করে বলেন যে, তারা জানতেন না আইসিসির রেগুলেশন অনুযায়ী এ ব্যাপারে পিসিবির অনুমতি নিতে হবে।