এসএসসি ফলাফল : কুমিল্লা বোর্ডে পাসের হার ৮৯.৯২ শতাংশ

image_91460_0কুমিল্লা শিক্ষাবোর্ডে এসএসসি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। পাসের হার শতকরা ৮৯.৯২ শতাংশ। প্রথম হয়েছে কুমিল্লা জিলা স্কুল, ২য় হয়েছে যৌথভাবে ফেনী গার্লস ক্যাডেট কলেজ ও কুমিল্লা ক্যাডেট কলেজ ও তৃতীয় হয়েছে কুমিল্লার নবাব ফয়জুন্নেসা সরকারি বালিকা বিদ্যালয়। জিপিএ-৫ পেয়েছে ১০ হাজার ৯৪৫ জন।
এবার কুমিল্লা বোর্ডে ১ হাজার ৬শ ১৭টি বিদ্যালয়ের ১ লাখ ৪৪ হাজার ৯শ ৩৩ জন পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে বিজ্ঞান বিভাগে ২৯ হাজার ১ম ৯২ জন, মানবিকে ৩৪ হাজার ৪শ ১০ জন ও ব্যবসা শিক্ষায় ৮১ হাজার ৩শ ৩১ জন।
এদিকে, এ বছর কুমিল্ল বোর্ডে পাশের হারের দিক থেকে তিনটি বিভাগেই ছেলেরা ও বিজ্ঞান বিভাগ এগিয়ে রয়েছে।

বিজ্ঞান বিভাগে শতকরা পাসের হার ৯৪.৭৫।

এরমধ্যে ছাত্র ৯৫.২৯ এবং ছাত্রী ৯৪.০৫ শতাংশ। মানবিক বিভাগে পাসের হার শতকরা ৮২.২০ শতাংশ। এর মধ্যে ছাত্র ৮২.৯৭ শতাংশ এবং ছাত্রী ৮২.০১ শতাংশ।

অন্যদিকে, ব্যবসায় শিক্ষা বিভাগে শতকরা পাশের হার ৯১.৪৪ শতাংশ। এরমধ্যে ৯২.২৫ শতাংশ ছাত্র। ছাত্রী ৯০. ৫৬ শতাংশ।
এবার পাসের দিক থেকে যেমনি এগিয়ে রয়েছে বিজ্ঞান বিভাগ, তেমনি ৩টি বিভাগেই ছাত্ররা এগিয়ে রয়েছে।

 

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend