দিনাজপুরে পাসের হার ৯৩ দশমিক ২৬, মেয়েরা এগিয়ে
দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডে এবার এসএসসি পরীক্ষার পাসের হার ৯৩ দশমিক ২৬। গত বছর পাসের হার ছিলো ৯০ দশমিক ৬০।
এক লাখ ১৮ হাজার ৯শ’ ৬৬ জন পরীক্ষার্থীর মধ্যে এবার পাস করেছে এক লাখ ১০ হাজার ৪’শ ৫৮ জন ।
এবার জিপিএ-৫ পেয়েছে, ১৪ হাজার ৮’শ ২৭ জন পরীক্ষার্থী। জিপিএ ৫ প্রাপ্ত ছেলেদের সংখ্যা বেশি হলেও পাসের হারে এবার এগিয়ে রয়েছে মেয়েরা। ছাত্রের পাসের হার ৯৩ দশমিক ১১ এবং ছাত্রীর পাসের হার ৯৩ দশমিক ৪২। জিপিএ-৫ ছাত্ররা পেয়েছে, ৮ হাজার ৩শ’নয় জন এবং ছাত্রীরা পেয়েছে ৬ হাজার ৫শ ১৮ জন।
এবার প্রথম হয়েছে রংপুর ক্যান পাবলিক স্কুল এ্যান্ড কলেজ। শীর্ষে ২য় অবস্থানে রয়েছে, রংপুর জিলা স্কুল। ৩য় হয়েছে, ঠাকুরগাও সরকারি বালক উচ্চ বিদ্যালয়। ৪র্থ হয়েছে, দিনাজপুর আমেনা বাকি রেসিডেন্সিয়াল মডেল স্কুল। ৫ম অবস্থানে রয়েছে, রংপুর মিলেলিয়াম স্টার স্কুল এ্যান্ড কলেজ।
দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে দিনাজপুর, ঠাকুরগাও, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম, রংপুর ও গাইবান্ধাসহ ৮টি জেলা থেকে এবার মোট অংশগ্রহণ করা ২ হাজার ৫শ ১০টি স্কুলের মধ্যে একটি স্কুল থেকে পাস করেনি কোনো শিক্ষার্থী। শতভাগ পাস করা স্কুলের সংখ্যা ৬শ ৬১টি।