সিলেটে পাসের হারে এগিয়ে ছেলেরা

image_91457_0সিলেট শিক্ষাবোর্ডে এসএসসি পরীক্ষায় পাস করেছে শতকরা ৮৯ দশমিক ২৩ ভাগ শিক্ষার্থী। বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ৩৪১ জন শিক্ষার্থী।

সিলেট শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক আব্দুল মান্নান খান এ তথ্য নিশ্চিত করেছেন।

ফলাফল বিশ্লেষণে দেখা যায় অন্যান্য বছরের মতো এবারও সিলেট শিক্ষাবোর্ডে পাসের হারে মেয়েদের চেয়ে ছেলেরা এগিয়ে রয়েছে। মেয়েদের পাসের হার ৮৭ দশমিক ৯৭ ভাগ। আর ছেলেদের পাসের হার ৯০ দশমিক ৮০ ভাগ।

বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়েছে ২৮২০ জন, মানবিকে ২৩৪ এবং বাণিজ্য বিভাগে ২৮৭ জন।
এবারের পরীক্ষায় মোট ৬৮ হাজার ৮৫ জন অংশগ্রহণ করে। এর মধ্যে পাশ করেছে ৬০ হাজার ৭৫০ জন।

সিলেটে ১৭২৮ জন, হবিগঞ্জে ৫৭০ জন, মৌলভীবাজারে ৭৫৬ এবং সুনামগঞ্জে ২৮৭ জন জিপিএ-৫ পেয়েছে।

সিলেট শিক্ষাবোর্ডের সেরা ২০ স্কুল: পাসের হার, জিপিএ-৫ প্রাপ্তিসহ সার্বিক মূল্যায়নে সিলেট শিক্ষাবোর্ডে সেরাদের সেরা হয়েছে সিলেট ক্যাডেট কলেজ। সেরা ২০ স্কুলের তালিকায় এবারও তারা শীর্ষস্থান ধরে রেখেছে। গতবার তৃতীয় স্থানে থাকা ব্লু-বার্ড উচ্চ বিদ্যালয় এবার দ্বিতীয় স্থান অর্জন করেছে। জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ গতবার দ্বিতীয় স্থানে থাকলেও এবার এক ধাপ পিছিয়ে তৃতীয় স্থানে রয়েছে।

এরপর সেরা ২০ স্কুলের তালিকায় ক্রমান্বয়ে রয়েছে- সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, সিলেট স্কলার্স হোম, সিলেট সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয়, হবিগঞ্জ সদরের বি কে জি সি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, সিলেট বর্ডার গার্ড পাবলিক স্কুল, হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়, মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলের দি-বার্ড রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ, জালালাবাদ ক্যান্টনমেন্ট বোর্ড হাই স্কুল, মৌলভীবাজারের দি ফ্লাওয়াস এস কে জি অ্যান্ড হাই স্কুল, মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়, হবিগঞ্জ জেলার মাদবপুর উপজেলার গবিন্দপুর সরকারি হাই স্কুল, সিলেটে আল-আমীন জামিয়া ইসলামীয়া হাই স্কুল, সুনামগঞ্জের সরকারি এস সি বালিকা উচ্চ বিদ্যালয়, মৌলভীবাজার জেলার রাজনগর আইডিয়াল উচ্চ বিদ্যালয়, শায়েস্তাগঞ্জ ইসলামী একাডেমি অ্যান্ড হাই স্কুল, মৌলভীবাজারের আলী আমজাদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, সিলেট পুলিশ লাইন উচ্চ বিদ্যালয়।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend