সেরা রাজউক উত্তরা মডেল

image_91472_0এসএসসির প্রকাশিত ফলাফলে সেরা হয়েছে রাজউক উত্তরা মডেল স্কুল অ্যান্ড কলেজ।
রাজউকের পাসের হার শতভাগ। ৫১৫ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ ৫ পেয়েছে ৫০৭ জন। রাজউকের শিক্ষার্থীদের জিপিএ ৫ পাওয়ার শতকরা হার ৯৮ দশমিক ৬৪ ভাগ।
শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা কাজ করছিল। পরীক্ষার ফল পাবার পর তারা উল্লাসে ফেটে পরে।
রাজউক স্কুল অ্যান্ড কলেজে এখন চলছে  উৎসবের আমেজ। শিক্ষার্থীরা যে যেভাবে পারছে নাচানাচি করছে। পিছিয়ে নেই অভিভাবকরাও। সন্তানদের সঙ্গে তারাও যেন তাল মেলাচ্ছেন।
বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ ৫ পাওয়া ছাত্র আফনান ইসলাম বাংলামেইলকে বলেন, ‘আমার এই রেজাল্টের জন্য আমার শিক্ষক অভিভাকের অবদান সবচেয়ে বেশি। আমি তাদের কাছে কৃতজ্ঞ।’
পরীক্ষার ফল নিতে আসা আজমীর হোসাইন বলেন, ‘আমার বোন আজ জিপিএ ৫ পেয়েছে আমি আনন্দিত। এটা তার জীবনের প্রথম ধাপের সাফল্য। সে ভবিষ্যতেও সাফল্য অর্জন করবে বলে আমি মনে করি।’

উল্লেখ্য, শনিবার সকালে ফলাফল ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবারে গড় পাসের হার ৯১ দশমিক ৩৪ শতাংশ।

 

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend