মাদরাসা বোর্ডে সেরা ঝালকাঠি এন এস কামিল মাদরাসা

image_91486_0সারাদেশে মাদরাসা বোর্ডে প্রথম স্থান অধিকার করেছে ঝালকাঠি এন এস কামিল মাদরাসা। প্রতিষ্টানটির পাশের হার ৯১.৪৯ শতাংশ। ৩২০ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ৩০০ জন। এর মধ্যে জিপিএ ৫ পেয়েছে ২৭৪ জন।

সেরা ২০ মাদরাসার তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে গাজীপুরের তামিরুল মিল্লাত কামিল মাদরাসা। এখানে পাশের হার ৮৮.০৪ শতাংশ। ২৬২ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ২৬০ জন। জিপিএ ৫ পেয়েছে ২০৫ জন শিক্ষার্থী।

তৃতীয় অবস্থানে রয়েছে সারসিনা দারুস-সুন্নাত তামিল মাদ্রাসা। এ প্রতিষ্ঠানের পাশের হার ৮৭.০২ শতাংশ। ৫৮ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৫৪ জন। জিপিএ ৫ পেয়েছে ৫০ জন পরীক্ষার্থী।

এছাড়া সেরা বিশের তালিকায় রয়েছে- দারুন্নাজাত সিদ্দিকিয়া কামিল মাদরাসা, জামিয়া-ই-কাশেমিয়া কামিল মাদরাসা, তামিরুল মিল্লাত কামিল মাদরাসা, তানজিমুল উম্মাহ ক্যাডেট মাদরাসা, ধাপ সাতগড়া বাইতুল মুকাররম কামিল মাদরাসা, পাবনা ইসলামিয়া আলিম মাদরাসা, জামিয়া আহমেদিয়া সুন্নিয়া মহিলা দাখিল মাদরাসা, তামিরুল মিল্লাত কামিল মাদরাসা-মহিলা শাখা, মোকরা ডি এন এস ফাজিল মাদরাসা, মোঘলতলি আফতাব উদ্দীন দাখিল মাদরাসা, খুলনা কামিল মাদরাসা, দারুল কোরআন সিদ্দিকিয়া কামিল মাদরাসা, মিজমিজি হাজি আব্দুস সামাদ ইসলামিয়া আলিম মাদরাসা, আল জামিআতুল ফালিহিয়া কামিল মাদ্রাসা, জামিয়া আহমেদিয়া সুন্নিয়া কামিল মাদরাসা, ইসলামিয়া কামিল মাদরাসা, নোয়াখালি কারামাতিয়া কামিল মাদরাসা।

উল্লেখ্য, মাদরাসা বোর্ডের পাশের হার ৮৯.২৫ শতাংশ। ২ লাখ ৩৬ হাজার ৬৩০ জনের মধ্যে উত্তীর্ণ হয়েছে ২ লাখ ১১ হাজার ২০৩ জন শিক্ষার্থী।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend