দেশের বাইরে পাস ৯৮.২৯%

image_91481_0বিদেশে অবস্থানরত বাংলাদেশের নাগরিকদের সন্তানরা এবারের এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে ২৮৮ জন। এর মধ্যে ৮২ জন পেয়েছে শিক্ষার্থী জিপিএ-৫। ৭টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে পরীক্ষায় অংশ নেয় মোট ২৯৩ জন। সে হিসাবে পাসের হার ৯৮ দশমিক ২৯ শতাংশ।
শনিবার দুপুরে শিক্ষা মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

দেশের বাইরের সাতটি প্রতিষ্ঠান হলো- বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল জেদ্দা, বাংলাদেশ অ্যামবাসি স্কুল রিয়াদ, বাংলাদেশ কমিউনিটি স্কুল ত্রিপোলি, বাংলাদেশ মাসাহুর উল হক মেমোরিয়াল হাই স্কুল দোহা, কাতার; শেখ খালিফ বিন জায়েদ বাংলাদেশ ইসলামি স্কুল আবুধাবি, বাংলাদেশ স্কুল বাহরাইন এবং বাংলদেশ ইসলামি স্কুল রাশ আল খাইমা।

এসব স্কুলের মধ্যে জেদ্দায় ১০১ জন পরীক্ষায় অংশ নিয়ে ১০০ শতাংশ উত্তীর্ণ হয়েছে। এ স্কুলে জিপিএ-৫ (A+) পেয়েছে ৪৮ জন, রিয়াদে মোট ৭৭ জন পরীক্ষায় অংশ নিয়ে ৭৭ জনই উত্তীর্ণ হয়েছে, এ স্কুলে জিপিএ-৫ পেয়েছে ১৬ জন। ত্রিপোলিতে ২ জন অংশ নিয়ে ২ জনই পাস করেছে।

কাতারের দোহায় ৪৮ জন অংশ নিয়ে পাস করেছে ৪৪ জন। এ স্কুলে জিপিএ-৫ পেয়েছে ১১ জন। আবুধাবিতে ২৩ জন অংশ নিয়ে সবাই পাস করে জিপিএ-৫ পেয়েছে ৬ জন।

বাহরাইন থেকে ১৯ জন অংশ নিয়ে সবাই সফল হয়েছে তাদের মধ্যে ১ জন জিপিএ-৫।

বাংলদেশ ইসলামি স্কুল থেকে ২৩ জন অংশ নিয়ে ২২ জন উত্তীর্ণ হয়েছে। এ স্কুলে কোনো জিপিএ-৫ নেই।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend