পাকিস্তানে তালেবান কমান্ডার নিহত

image_91483_0পাকিস্তানের বন্দরনগরী করাচিতে নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে তালেবানের গুরুত্বপূর্ণ কমান্ডার আবিদ মুছার নিহত হয়েছেন। শুক্রবার করাচি শহরের মুনওয়ারি কলোনি এলাকায় এ বন্দুকযুদ্ধ হয়।
নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধের সময় মুহাম্মাদ হোসেইন নামে তালেবানের আরো এক কমান্ডার নিহত হন। এর মধ্যে মুছার ছিলেন মাঙ্গোপির, কুনওয়ারি কলোনি ও পিরাবাদ এলাকার সন্ত্রাসী নেটওয়ার্কের প্রধান। তার বিরুদ্ধে পুলিশ কর্মকর্তা শফিক তানোলিকে হত্যার অভিযোগও রয়েছে।
পাকিস্তানে উগ্রবাদী তালেবানরা এ পর্যন্ত বহু হামলা চালিয়ে নিরাপত্তা কর্মকর্তা এবং বেসামরিক লোকজন হত্যা করেছে। এছাড়া, সেনাবাহিনীর অভিযান সত্ত্বেও দেশের বিভিন্ন অঞ্চলে তাদের প্রভাব ছড়িয়ে দিতে সক্ষম হয়েছে। তবে উগ্রবাদী তালেবানরা আফগান সীমান্তবর্তী পাকিস্তানের উপজাতি অধ্যুষিত এলাকাগুলোতে সবচেয়ে বেশি তৎপর।

 

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend