কোচ নিয়ে বিসিবির গোপনীয়তা ফাঁস!
দেশের একটি জাতীয় দৈনিক পত্রিকা শুক্রবার রাতেই নিশ্চিত করেছে জাতীয় দলের প্রধান কোচ হচ্ছে হাতুরাসিংহেই। তবে হাতুরাসিংহেই যে জাতীয় দলের কোচ হচ্ছে এটা এখনো নিশ্চিত করতে পারেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।বরং সাংগঠনিক গোপনীয়তা রক্ষা করতে না পারায় চিন্তিত হয়ে পড়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
শুক্রবার সকালে বিসিবির প্রভাশালী তিন পরিচালক ছাড়াও বিসিবির ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকতা নিজাম উদ্দিন চৌধুরী বাংলামেইলকে কোচ চূড়ান্ত না হওয়ার বিষয়টি নিশ্চিত করেন। বিসিবির পরিচালকরা উল্টো সাংবাদিকদের কাছে তিনি জানতে চান, আপনারা সেই পত্রিকার কাছেই জিজ্ঞেস করুন কোন পরিচালক বলেছে যে হাতুরাসিংহেই জাতীয় দলের কোচ হচ্ছে?
এর আগেও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ডকুমেন্ট মিডিয়াতে ফাঁস হওয়াতে বিসিবিতে আলোচনার ঝড় উঠে। এবার কোচ চূড়ান্ত না হওয়ার আগেই একটি দৈনিক পত্রিকা কীভাবে নিশ্চিত করে কোচ চূড়ান্ত হয়ে গেছে। বিসিবি এ গোপনীয়তা ফাঁসের পেছনে জাতীয় দলের সাবেক এক ক্রিকেটারের নাম উঠে এসেছে। তিনি বর্তমানে বিসিবির পরিচালক।
এ বিষয়ে বিসিবি ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী সুজন শুক্রবার সকালে বলেন, ‘কে বলেছে যে হাতুরাসিংহেই কোচ হচ্ছে? যে বিষয় এখনো নিশ্চিত হয়নি সেটা নিয়ে কোনো কথা বলতে চাই না। চূড়ান্ত না হলে কোনো কিছু বলা ঠিক না।’
বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, ‘কোন পরিচালক বলেছে যে হাতুরাসিংহেই কোচ হচ্ছে। আপনারা (সাংবাদিকরা) সেই পত্রিকাকে বলুন কোন পরিচালক বলেছে। কারণ কোনো কিছু চূড়ান্ত না করেই কিভাবে সে পরিচালক বলে চূড়ান্ত হয়েছে। অনেক পত্রিকায় অনেক কোচের নাম এসেছে। তবে এটা আপনাদের নিশ্চিত করে বলতে পারি কে জাতীয় দলের কোচ হচ্ছে তা এখনো চূড়ান্ত হয়নি।’
বিসিবির প্রভাবশালী পরিচালক সাবেক ক্রিকেটার আকরাম খান বলেন, ‘এখনো চূড়ান্ত হয়নি কে জাতীয় দলের কোচ হচ্ছেন। আমরা কাউকে চূড়ান্ত না করে কিছুই বলতে পারবো না। তবে আমরা চেষ্টা করছি খুব তাড়াতাড়ি জাতীয় দলের জন্য একজন ভালো কোচ নিয়োগ দিতে।’
হাতুরাসিংহেই কি বাংলাদেশের কোচ হচ্ছেন এমন প্রশ্নে তিনি বলেন, ‘এটা এখনো চূড়ান্ত হয়নি। তাই এ বিষয়ে কিছুই বলা যাবে না।’
বিসিবির প্রভাবশালী পরিচালক ডা.আইএইচ মল্লিক বলেন, ‘আমি তো কোচ খোঁজা বিশেষ কমিটিতে নেই। তাই এ বিষয়ে আমি কিছুই বলতে পারছি না।’