শেরপুরে ধান চাউল সংগ্রহ অভিযান উদ্বোধন করলেন হুইপ

vlcsnap-2014-05-17-15h32m45s101-300x160শেরপুর জেলা সদরে ধান চাউল সংগ্রহ অভিযান উদ্বোধন করেছেন জাতীয় সংসদের সরকার দলীয় হুইপ আতিউর রহমান আতিক এমপি।

১৭ মে দুপুরে শেরপুর খাদ্য গুদামে আনুষ্ঠানিক ভাবে তিনি এই ধান চাউল সংগ্রহ অভিযান শুরু করেন।

২১ হাজার ৫শত ৬৮ মেট্রিক টন চাউল – ৩১ টাকা দরে ,৭৪৩ মেট্রিক টন ধান – ২০ টাকা দরে ক্রয় করার জন্য ৩৮৭ টি চাউলকল মালিকদের সাথে চুক্তিপত্র সম্পাদনের মধ্যে দিয়ে ধান চাউল কার্যক্রম শুরু হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক হায়দর আলী, শেরপুরের পৌর মেয়র হুমায়ুন কবির রুমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা খাদ্য নিয়ন্ত্রক জি.এম ফারুক হোসেন পাটোয়ারী। এছাড়াও চুক্তিবদ্ধ চাউল কল মালিকরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

 

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend