কংগ্রেসের মতো বিজেপি হস্তক্ষেপ করবে না, আশা হাফিজের
বাংলাদেশের অভ্যন্তরীন রাজনীতির বিষয়ে ভারতের ক্ষমতাসীন দল কংগ্রেসের মতো সদ্য নির্বাচিত পার্টি বিজেপি হস্তক্ষেপ করবে না বলে আশা প্রকাশ করেছেন বিএনপির বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর অব. হাফিজ উদ্দিন আহমেদ। শনিবার জাতীয় প্রেস ক্লাবে দক্ষিণ এশিয়া যুব শান্তি সমৃদ্ধি সংঘ আয়োজিত বাংলাদেশ-ভারত পানি বিতর্ক শীর্ষক আলোচনা সভায় যোগ দিয়ে সাংবাদিকদের কাছে তিনি এ মন্তব্য করেন। সাবেক মন্ত্রী হাফিজ উদ্দিন বলেন, আমরা আশা করছি, ভারতে যারা ক্ষমতায় আসছেন তারা কংগ্রেস সরকারের মতো বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না। তিনি বলেন, কংগ্রেসের সাথে আওয়ামী লীগের নিবিড় সম্পর্ক ছিল। তাই বিগত নির্বাচনে কংগ্রেস মরিয়া হয়ে আওয়ামী লীগের পক্ষ নিয়েছিল।
বর্তমান সরকারকে গণতন্ত্র বিরোধী উল্লেখ করে হাফিজ বলেন, অগণতান্ত্রিক আওয়ামী লীগ সরকার হঠাতে এ বছরেই কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। সেই আন্দোলনে সরকার যদি কোন বাহিনী দিয়ে বাধা দেয়ার চেষ্টা করে তাহলে গৃহযুদ্ধের সম্ভবনা উড়িয়ে দেয়া যায় না।
বর্তমান সরকার ভারতের মতো গণতন্ত্রে বিশ্বাসী নয়। তারা অগণতান্ত্রিক ও স্বৈরাচারে বিশ্বাসী। ভারতের নির্বাচনে প্রতি ইঙ্গিত করে হাফিজ উদ্দিন বলেন, এক দিকে ভারতে গণতান্ত্রিক নির্বাচন হচ্ছে অন্যদিকে গত ৫ জানুয়ারি বাংলাদেশের সহিংসতার নির্বাচন হয়েছ। দু দেশের গণতন্ত্র এক নয়। কেননা আওয়ামী লীগ আমাদের গণতন্ত্রকে কবর দিয়েছে।প্রতিবেশি রাষ্ট্রের বিষয়ে ভারতের নীতিমালার তেমন বৈরিতা দেখা যায় না। তারপরও আশা করব আমাদের পানির ন্যায্য হিস্যা আমরা পাবো।
বিএনপি ক্ষমতায় গেলে ভারতের সঙ্গে সু-সম্পর্ক বজায় রেখে দাবি আদায় করা হবে বলেও তিনি জানান।