ময়মনসিংহকে বিভাগ ঘোষণার দাবিতে মানববন্ধন

64080_74বৃহত্তর ময়মনসিংহ জেলাকে অবিলম্বে বিভাগ হিসেবে ঘোষণা দেয়ার দাবিতে মানববন্ধন করেছে ময়মনসিংহ বিভাগ বাস্তবায়ন যুব পরিষদ নামে একটি সংগঠন। শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন করা হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন- জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এম. এ. হান্নান এমপি ও মো. ফকির আশরাফ, ময়মনসিংহ নাগরিক আন্দোলনের সভাপতি এডভোকেট আনিসুর রহমান খান, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মো. নূরুল আমীন কালাম, আয়োজক সংগঠন ময়মনসিংহ বিভাগ বাস্তবায়ন যুব পরিষদের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক এডভোকেট মহিউদ্দিন আহমেদ শাহীন, সভাপতি এডভোকেট মো. কামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. আজিজুর রহমান রাজিব প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, স্বাধীনতার আগে থেকেই ময়মনসিংহ একটি সমৃদ্ধ জনপদ। তবু দেশ স্বাধীনের এতো বছর পর এ জেলাকে বিভাগ করা হয়নি। গত কয়েক বছর আগে নতুন বিভাগ করা হয়েছে। এ সময় ময়মনসিংহকে রাখা যেতো। কিন্তু তা করা হয়নি।

তারা বলেন, বিভাগ করার মতো সব ধরনের সুযোগ-সুবিধা বৃহত্তর ময়মনসিংহে থাকলেও বারাবার দাবি জানানোর পরও কি অজানা কারণে এ জেলাকে বিভাগ করা হচ্ছে না। যা খুবই দুঃখের বিষয়।

 

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend