শেরপুরে বিদ্যুতের আলোয় আলোকিত হলো আরও দু’টি গ্রাম

imagesশেরপুরে আরও দু’টি গ্রামকে বিদ্যুতের নতুন সংযোগের আলোয় আলোকিত করা হয়েছে। ১৭ মে শনিবার সদর উপজেলার সূর্যদী পশ্চিমপাড়া ও চরসাপমারী নামে প্রত্যন্ত ওই গ্রাম দু’টিতে বিদ্যুতের নতুন সংযোগের সুইচ টিপে আনুষ্ঠানিক উদ্বোধন করেন জাতীয় সংসদের সরকারদলীয় হুইপ ও স্থানীয় সংসদ সদস্য আতিউর রহমান আতিক। এসময় শেরপুর পল­ীবিদ্যুৎ বিভাগের জিএম মাশরুল হক খান, ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম, ইউপি চেয়ারম্যান নুরে আলম, আওয়ামী লীগ নেতা মোঃ সুরুজ্জামান ও আব্দুল­াহ আল মামুনসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। জানা যায়, জেলা সদর থেকে প্রায় ৮/১০ কি.মি দূরে অবস্থিত ওই গ্রাম দু’টিতে এতদিন কোন বিদ্যুতের সংযোগ না থাকায় ছিল না আধুনিকতার ছোঁয়া। ফলে এগিয়ে যাওয়া দেশের উন্নয়ন-উৎকর্ষের এই সময়েও গ্রাম দু’টি ছিল অন্ধকারে নিমজ্জিত। পল­ী বিদ্যুৎ বিভাগের অধীনে প্রায় ২৪ লাখ টাকা ব্যয়ে এখন নতুন বিদ্যুৎ সংযোগ পেয়ে গ্রাম দু’টির প্রায় ৩ হাজার পরিবার বেজায় খুশি। তারা এখন ভাসছে আনন্দের জোয়ারে। সংসার জীবনসহ শিক্ষার্থীদের পড়াশোনা ও উন্নয়ন কর্মকান্ডে ওই বিদ্যুৎ এখন এলাকায় ইতিবাচক প্রভাব ফেলবে।

উলে­খ্য, এর আগে সদর উপজেলার বরাটিয়া ও খুজিউড়া গ্রামকে বিদ্যুতায়নের মাধ্যমে আলোকিত করা হয়।

 

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend