ঢাকার সাথে চট্টগ্রাম ও সিলেটের রেল যোগাযোগ বন্ধ
কুমিল্লা থেকে ঢাকাগামী কনটেইনারবাহী একটি ট্রেন কুমিল্লার রাজবাড়ি এলাকায় লাইনচ্যুত হয়েছে। এর ফলে ঢাকার সাথে চট্টগ্রাম ও সিলেটের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।রোববার সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থানে দুটি উদ্ধারকারী ট্রেন রওনা দিয়েছে বলে জানিয়েছেন রেলওয়ে কুমিল্লার সহকারী প্রকেৌশলী ইরফানুল ইসলাম।