কামারুজ্জামানের আপিল শুনানি হয়নি

image_91628_0তারিখ নির্ধারণ ও মামলা কার্য তালিকায় থাকলেও আপিল শুনানি হয়নি মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসির দণ্ডাদেশপ্রাপ্ত জামায়াত নেতা মুহাম্মদ কামারুজ্জামানের।
রোববার আপিল বিভাগের কার্য তালিকায় মামলাটি ছিল ৭৫ নম্বর আইটেমে। গত ১৫ মে বৃহস্পতিবার এ মামলার আপিলের জন্য দিন নির্ধারণ করেন আপিল বিভাগ। অপরদিকে এ মামলাটি শুনানি করতে চার সদস্যের নতুন বেঞ্চ গঠন করা হয়েছে। সেখানে প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নাম নেই। তবে কী কারণে কামারুজ্জামানের মামলা শুনানিতে প্রধান বিচারপতির নাম রাখা হয়নি তা জানা যায়নি।

বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে চার সদস্যের নতুন বেঞ্চ গঠন করা হয়েছে। সর্ব শেষ আজ আপিল বিভাগের কার্য তালিকায় থাকা ৭৫টি মামলার ১৬টি মামলা শুনানি করা হয়।

গত বছরের ৬ জুন ট্রাইব্যুনাল-২ এর দেয়া ফাঁসির আদেশ থেকে খালাস চেয়ে আপিল করেন কামারুজ্জামান।

প্রসঙ্গত, গত বছরের ৯ মে মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াত নেতা কামারুজ্জামানকে মৃত্যুদণ্ডের রায় দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend