বিএনপি’র দুই নেতাকে গুমের অভিযোগে র‌্যাব-১১ এর তারেকের বিরুদ্ধে মামলা

17-05-14-Seven Murder Case_Narayangonj-5_0_0কুমিল্লা জেলার লাকসাম উপজেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলাম হিরু ও লাকসাম পৌর বিএনপির সভাপতি হুমায়ূন কবির পারভেজকে ‘গুম’ করার অভিযোগ তুলে কুমিল্লা র‌্যাব-১১ এর সাবেক সিইও লে. কর্নেল তারেক সাঈদ মোহাম্মদসহ র‌্যাবের পাঁচ কর্মকর্তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

রোববার বেলা সাড়ে ১১টায় হুমায়ূন কবির পারভেজের বাবা রঙ্গন মিয়া বাদী হয়ে কুমিল্লা চিফ জুডিশিয়াল আদালতে অপহরণ ও গুমের মামলাটি দায়ের করেন।

র‌্যাব-১১ এর সাবেক সিইও লে. কর্নেল তারেক সাঈদ মোহাম্মদ ছাড়া মামলার বাকি আসামিরা হলেন-কুমিল্লা র‌্যাব-১১ ও সিপিসি-দুই এর অধিনায়ক মেজর শাহেদ রাজীব, উপ-সহকারী পরিচালক শাহজাহান আলী, উপ-পরিদর্শক (এসআই) কাজী সুলতান এবং উপ-পরিদর্শক (এসআই) অজিত কুমার রায়।

কুমিল্লা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়েরের পর বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাবরিনা নার্গিস লাকসাম থানা পুলিশকে এ মামলার তদন্তভার অর্পণ করেন।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend