শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পরিস্থিতি নিয়ন্ত্রণে

Barishal-Burn-Unitবরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসাপাতালে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে চিকিৎসক ও রোগীর স্বজনদের মধ্যে সংঘর্ষ নিয়ন্ত্রণে, চিকিৎসাসেবা শুরু হয়েছে। রোববার দুপুর সাড়ে ১২টার দিকে কোতোয়ালি থানা পুলিশ ও হাসপাতাল প্রশাসনের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। উল্লেখ্য, রোববার সকাল সাড়ে ৮টার দিকে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে রোগীর স্বজনদের সাথে সংঘর্ষে জড়িয়ে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা চিকিৎসাসেবা বন্ধ রেখে বিক্ষোভ করেন। রেজাউল করিম নামের ওই রোগীর মৃত্যুকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষের ঘটনাও ঘটে। এ অবস্থায় হাসপাতালের ভেতরে প্রথমে কাউকে বের হতে ও ঢুকতে দেওয়া হয়নি। পরে পুলিশ ভেতরে ঢুকে লাশ নিয়ে যায় ও পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আনে।

এর ফলে হাসপাতালের ভেতরে রোগী ও তার স্বজনদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে। তবে হাসপাতালের ভিতরে সাংবাদিকদের ঢুকতে দেওয়া হচ্ছে না।

 

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend