কুমিল্লায় ভোট কেন্দ্রে সংঘর্ষ, বিএনপি নেতা গুলিবিদ্ধসহ আহত ৩
কুমিল্লা সদর দক্ষিণের পিকুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট কেন্দ্রে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থিত প্রার্থীদের সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। সোমবার সকালে এ ঘটনা ঘটে। এ সময় বিএনপির এ নেতা গুলিবিদ্ধসহ আরও দুইজন আহত হয়েছে। জানা গেছে, সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র ও আদর্শ সদর উপজেলার দৌলতপুর আফজাল খান কারিগরি কলেজ ভোট কেন্দ্রে ভোট শুরু হওয়ার পর জাল ভোট ও বক্স ছিনতাইয়ের অভিযোগ ওঠার পর সংঘর্ষ ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সংঘর্ষের একপর্যায়ে উভয় পক্ষে ককটেল বিস্ফোরণ ও গুলি বিনিময়ের ঘটনাও ঘটে।
ভোটগ্রহণ স্থগিত
এদিকে সহিংসতার অভিযোগে কুমিল্লা আদর্শ সদর উপজেলা নির্বাচনে ২৫ ও ২৬ নম্বর ভোটকেন্দ্রে ভোটগ্রহন স্থগিত করা হয়েছে।
উল্লেখ্য, আজ সোমবার সারাদেশে শেষ দফায় ১২ উপজেলায় চলছে ভোটগ্রহণ চলছে।
উপজেলাগুলো হলো- রংপুর সদর, কাউনিয়া, গঙ্গাচড়া, পীরগাছা উপজেলা, সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলা, বরগুনার তালতলি উপজেলা, রাজবাড়ীর কালুখালী উপজেলা, গাজীপুর সদর, টাঙ্গাইলের বাসাইল উপজলা, ব্রাক্ষণবাড়িয়ার বিজয়নগর, কুমিল্লার আদর্শ সদর ও কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা।