কালুখালীতে সহকারী প্রিজাইডিং অফিসারসহ তিনজনকে জরিমানা
রাজবাড়ীর কালুখালী উপজেলা পরিষদ নির্বাচনে প্রকাশ্যে ভোটগ্রহণের দায়ে সহকারী প্রিজাইডিং অফিসারসহ তিনজনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট শতরূপা তালুকদার এ জরিমানা করেন। সোমবার দুপুর সোয়া ১২টায় উপজেলার শাওরাইল ইউনিয়নের জামালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে। ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, সহকারী প্রিজাইডিং অফিসার মো. হাবিবুর রহমানকে দুই হাজার এবং পোলিং অফিসার মো. মনসুর আলী ও মুসরুফ জাহান ঝুমুরকে এক হাজার টাকা করে জরিমানা করা হয়।
সূত্রটি আরো জানায়, দুপুর সোয়া ১২টার দিকে ওই ভোটকেন্দ্রে প্রকাশ্যে আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী সাইফুল ইসলামের আনারস প্রতীকে ভোটগ্রহণ করা হচ্ছিল। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালত সেখানে গিয়ে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে তাদের এ অর্থদণ্ড প্রদান করে।