রংপুরে নির্বাচনকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১৫
রংপুরে উপজেলা নির্বাচনে তিনটি ভোট কেন্দ্রে আওয়ামী লীগ ও বিএনপি প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় সংঘর্ষে ১৫ জন আহত হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে কাউনিয়া উপজেলার পাটোয়ারী সরকারী প্রাথমিক বিদ্যালয়, আহমদ আলী উচ্চ বিদ্যালয় ও ঠাকুরদাস সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটার স্লিপ ও টাকা বিতরণের পাল্টাপাল্টি অভিযোগ এনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আনোয়ারুল ইসলাম মায়া ও বিএনপির মাহফুজার রহমান মিঠু সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দুলাল মিয়া, পাগলু চন্দ্র, রফিক, ছালাম, মোস্তফা, জব্বারসহ অনন্ত ১৫ জন আহত হয়।
সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা সরকার আশরাফুল আলম জানিয়েছেন, বিচ্ছিন্ন দু’একটি ঘটনা ছাড়া নির্বাচন শান্তিপূর্ণভাবে চলছে।
এছাড়া নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে রংপুর সদর উপজেলায় বিএনপির বিদ্রোহী প্রার্থী মাসুদ রানাকে গ্রেফতার করেছে পুলিশ।