কুমিল্লা সদরে অস্ত্রসহ ছাত্রলীগের ৩ কর্মী আটক
কুমিল্লা সদর উপজেলার ২ নম্বর দুর্গাপুর (উত্তর) ইউনিয়নের আলেকজান মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজের (স্কুল শাখা) নারী ভোটকেন্দ্র থেকে একটি দেশী পিস্তল ও চার রাউন্ড গুলিসহ ছাত্রলীগের তিন কর্মীকে আটক করেছে পুলিশ। সোমবার দুপুর দেড়টায় কেন্দ্র দখলের চেষ্টাকালে তাদের আটক করা হয়। এসময় ছাত্রলীগ ও যুবলীগের ছোড়া গুলিতে সালাউদ্দিন নামে বিএনপির এক কর্মী গুলিবিদ্ধ হয়েছে বলে স্থানীয় বিএনপি দাবি করেছে। তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। আটক কর্মীরা হলেন- ছাত্রলীগ কর্মী জয়নাল আবেদিন (২৫), মনির (২৪) ও আব্দুল ওয়াদুদ। তারা সদরের ২ নম্বর দুর্গাপুর (উত্তর) ইউনিয়নের বাসিন্দা। স্থানীয় সূত্র জানায়, ছাত্রলীগ ও যুবলীগ নেতাকর্মীরা দুপুরে অস্ত্র-শস্ত্র নিয়ে ওই ভোটকেন্দ্রে প্রবেশ করে গুলিবর্ষণ শুরু করে। এসময় বিএনপির কর্মী সালাউদ্দিন গুলিবিদ্ধ হয়েছে। সংঘর্ষ চলাকালে পুলিশ ছাত্রলীগের তিন কর্মীকে অস্ত্র ও গুলিসহ আটক করে।
এ বিষয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম জানান, কেউ গুলিবিদ্ধ হয়েছে কি না জানিনা তবে ছাত্রলীগের তিন কর্মীকে আটক করা হয়েছে তাদের থানায় নেওয়া হচ্ছে।