শেরপুর জেলার শীর্ষে শ্রীবরদীর ভটপুর আলিম মাদ্রাসা
শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি : সদ্য প্রকাশিত দাখিল পরীক্ষা ফলাফলে শ্রীবরদীর ভটপুর আলিম মাদরাসা সাধারণ বিভাগ থেকে শেরপুর জেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠানের সম্মান অর্জন করেছে। এছাড়াও শ্রীবরদী উপজেলার সকল বিভাগ থেকে এই মাদরাসাটি সবার শীর্ষে রয়েছে। উক্ত প্রতিষ্ঠান থেকে মোট ৪৩ জন পরীক্ষার্থী দাখিল সাধারণ বিভাগ থেকে অংশগ্রহণ করে। অংশগ্রহণকারীদের সবাই কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়। যার মধ্যে ৫ জন জিপিএ ৫ পেয়েছে।উল্লেখ্য যে, বিজ্ঞান বিভাগ থেকে ইদ্রিসিয়া ফাজিল মাদরাসা জেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে বিবেচিত হয়। উক্ত মাদরাসা থেকে বিজ্ঞান বিভাগ থেকে ১০ জন জিপিএ ৫ পেয়েছে কিন্তু সাধারণ বিভাগ থেকে কেউ জিপিএ ৫ পায়নি। ভটপুর আলিম মাদরাসাটি শ্রীবরদী উপজেলা সদর থেকে ১০ কি.মি. দূরে এক নিভৃত পল্লীতে অবস্থিত হলেও শিক্ষকদের আন্তরিক প্রচেষ্ঠায় এই ফলাফল হয়েছে বলে জানান প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. শামছূল আলম। এ প্রসঙ্গে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. রুহুল আলম তালুকদার বলেন, ভটপুর আলিম মাদরাসাটি পল্লী গ্রামে অবস্থিত হলেও শিক্ষার্থীর সংখ্যা বেশী, এই ফলাফলের জন্য অত্র প্রতিষ্ঠানের শিক্ষকগণ প্রশংসার দাবিদার।