চুয়াডাঙ্গায় ১১ দফা দাবিতে আখচাষিদের বিক্ষোভ ও সমাবেশ

image_86110.chuadanga mapচাষিদের সকল বকেয়া পরিশোধ ও আখের মূল্য বৃদ্ধিসহ ১১ দফা দাবিতে চুয়াডাঙ্গার দর্শনায় বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছে আখচাষিরা। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ সোমবার সকাল ১০টায় এ কর্মসূচি পালন করে দর্শনা চিনিকল আখচাষি কল্যাণ সমিতি।
সমিতির সভাপতি আব্দুল হান্নান জানান, বাংলাদেশ চিনিকল আখচাষি ফেডারেশন ১১ দফা দাবিতে দেশব্যাপী কর্মসূচি ঘোষণা করে। সে আলোকেই দর্শনা শহরে বিক্ষোভ মিছিল এবং মিছিল শেষে মিল গেটে সমাবেশ করা হয়।
এ সময় সমিতির সভাপতি আব্দুল হান্নানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ চিনিকল আখচাষি ফেডারেশনের সহসভাপতি আব্দুল বারি, সমিতির উপদেষ্টা ও চাষি প্রতিনিধি হাজী আকমত আলী। সভায় বক্তারা বলেন, অবিলম্বে আখের মূল্য বৃদ্ধি করে প্রতি মণ ১৫০ টাকা করতে হবে এবং মৌসুম শুরু হওয়ার আগেই আখচাষিদের সকল বকেয়া পরিশোধ করতে হবে। 

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend