মুন্সীগঞ্জে লঞ্চডুবির ঘটনায় ৭ জনের বিরুদ্ধে মামলা
মুন্সিগঞ্জ জেলার গজারিয়া থানার দৌলতপুরে মেঘনা নদীতে যাত্রীবাহী লঞ্চ এমভি মিরাজ-৪ দুর্ঘটনায় মালিকসহ সাতজনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। সোমবার দুপুরে গজারিয়া থানায় মামলাটি দায়ের করা হয়।
এ ব্যাপারে গজারিয়া থানার ওসি (তদন্ত) সিদ্দিকুর রহমান জানান, এসআই হায়দার আলী বাদী হয়ে গজারিয়া থানায় মামলাটি করেছেন।
এ মর্মান্তিক লঞ্চডুবির ঘটনায় এ পর্যন্ত ৫৬টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। সর্বশেষ গতকাল রোববার সন্ধ্যায় এক যুবকের মৃতদেহ (৩০) উদ্ধার করে পুলিশ।
উদ্ধারকাজ সমাপ্ত ঘোষণা করা হলেও দুর্ঘটনাস্থলের আশপাশের কয়েক কিলোমিটার এলাকায় কোস্টগার্ড ও মুন্সীগঞ্জ পুলিশের টহল অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার এমভি মিরাজ-৪ লঞ্চ ঢাকার সদরঘাট থেকে শরীয়তপুরের সুরেশ্বর যাওয়ার পথে গজারিয়া উপজেলার দৌলতপুরে মেঘনা নদীতে ঝড়ের কবলে পড়ে ডুবে যায়।OWWXt.dpuf