দাম্পত্য সঙ্কটে ফারাহ্ রুমা ও শতাব্দী ওয়াদুদ
ইউসুফ আলী খোকনের রচনা ও জুবায়ের ইবনে বকরের পরিচালনায় নির্মিত হলো নাটক ‘নিভৃত স্বপ্ন আবর্তে’। নাটকটির প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন শতাব্দী ওয়াদুদ ও ফারাহ রুমা। পরিচালক জানান, ‘এটা মূলত দাম্পত্য-সঙ্কটের এক নিভৃত গল্প। এখানে দেখানো হয়েছে রিনি ও সাইফ নামের এক দম্পতির সুখ ও দুঃখগাথা। সাইফ জানেন তিনি কোনোদিন বাবা হতে পারবেন না। আর এ বিষয়টি স্ত্রীকে জানানোর জন্য তার ভালোলাগার একটি স্থানে নিয়ে যান রিনিকে। সেখানে ঘটে সম্পূর্ণ ভিন্ন ঘটনা।’
‘নিভৃত স্বপ্ন আবর্তে’ অভিনয় প্রসঙ্গে শতাব্দী ওয়াদুদ বলেন, ‘নাটকের স্টোরি ভালো। আর আমার চরিত্রটিও ছিলো বেশ কঠিন। কাজটি ভালো হয়েছে বলবো।’
ফারাহ্ রুমা বলেন, ‘শতাব্দী ওয়াদুদের সঙ্গে এটাই আমার প্রথম কাজ। তিনি গুণী অভিনেতা। তার সঙ্গে একত্রে কাজ করতে পারায় ভালো লাগছে। আশা করি নাটকটি সবার ভালো লাগবে।’
আসছে ঈদে একটি বেসরকারী টেলিভিশন চ্যানেলে নাটকটি প্রচার হবে।