সিলেট নার্সিং কলেজ অনির্দিষ্টকাল বন্ধ, শিক্ষার্থীদের হলত্যাগের নির্দেশ
সিলেট ওসমানী হাসপাতালে ইন্টার্ন নার্সদের ওপর ইন্টার্ন চিকিৎসকদের হামলার প্রতিবাদে আন্দোলনের মধ্যে সিলেট নার্সিং কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। বিকেল পাঁচটার মধ্যে শিক্ষার্থীদের হলত্যাগের নির্দেশ দেয়া হয়েছে। অনিবার্য কারণবশত অনির্দিষ্টকালের জন্য কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে বলে জানান, সিলেট নার্সিং কলেজের অধ্যক্ষ শিল্পী চক্রবর্তী। আন্দোলনরত নার্সরা জানান, সোমবার রাত সাড়ে ১২টার দিকে ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালের চতুর্থ তলার ৫ নম্বর ওয়ার্ডে ইন্টার্ন চিকিৎসকরা ইন্টার্ন নার্সদের ওপর হামলা চালায়।
এতে পলয় কুমার নামের এক নার্স ব্রাদার গুরুতর আহত হন। এছাড়া হামলায় আহত হন আরো পাঁচ শিক্ষার্থী।
হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের শাস্তি দাবিতে সোমবার সকাল থেকে নার্সিং কলেজের শিক্ষার্থীরা ক্লাস-পরীক্ষা বর্জন করে হাসপাতালে সেবাদান থেকে বিরত রয়েছেন।
এদিকে, সিলেটে হামলার প্রতিবাদে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে বিক্ষোভ করছে ঢাকা নার্সিং কলেজের শিক্ষার্থীরা।