পুলিশ দম্পতি হত্যা মামলায় জামিন পেয়েছে সুমি

sumi400_889610125পুলিশ দম্পতি হত্যা মামলায় জামিন পেয়েছে নিহত পুলিশ দম্পতির বাসার শিশু গৃহকর্মী সুমি। একই সঙ্গে মামলাটিতে সুমির বিরুদ্ধে অভিযোগ (চার্জ) গঠন করে আগামী ২৬ জুন থেকে মামলাটির সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেছেন আদালত। মঙ্গলবার দুপুরে ঢাকার প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ ও শিশু আদালত তাকে জামিন দেন। চার্জ গঠনের উদ্দেশ্যে সুমিকে গাজীপুরের টঙ্গিতে অবস্থিত কিশোর সংশোধন কেন্দ্র থেকে আদালতে হাজির করা হয়। বিচারক দোষী না নির্দোষী বলে জানতে চাইলে সুমি নিজেকে দোষী বলে দাবি করে। এরপর পুলিশ দম্পতি হত্যার ঘটনায় অভিযোগ গঠন করা হয় তার বিরুদ্ধে।

আদালতের বিচারক জাকিয়া পারভিন বাবা অথবা মায়ের জিম্মায় ২০ হাজার টাকা মুচলেকায় সুমির জামিন মঞ্জুর করেন।

আগামী ২৬ মের মধ্যে সুমির বাবা-মায়ের উপস্থিতিতে জামিননামা দাখিল করার নির্দেশ দেন আদালত।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend