ঝিনাইগাতীতে চতুর্থ শ্রেণীর ছাত্রী ধর্ষন মামলার আসামী ১ মাসেও গ্রেফতার হয়নি
মোহাম্মদ দুদু মল্লিক, ঝিনাইগাতী (শেরপুর) থেকে: স্কুলছাত্রী ধর্ষন মামলার আসামীদের ১মাসেও গ্রেফতার করতে পারেনি পুলিশ। উপজেলার ডেফলাই সরকারী প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্রী ওই গ্রামের ইউসুফ আলী’র কন্যা (১১) গত ১৮ এপ্রিল দুর্বৃত্তরা অপহরণ করে নিয়ে যায়। অপহরণকারী দুর্বৃত্তরা ওই স্কুলছাত্রীকে ঢাকায় নিয়ে আটকে রেখে কয়েকদির ভর ধর্ষন করে। কৌশলে ওই স্কুলছাত্রী ধর্ষকদের হাত থেকে মুক্তি পায়। এ ব্যাপারে ধর্ষিতা স্কুলছাত্রীর পিতা থানায় মামলা করতে এলে থানা পুলিশ মামলা নিতে অপারগতা প্রকাশ করে। পরে মহিলা বিষয়ক অধিদপ্তরের হস্তক্ষেপে থানা পুলিশ মামলা নিতে বাধ্য হয়। ধর্ষিতা স্কুলছাত্রীর পিতা ইউসুফ আলী’র অভিযোগ পুলিশ মামলা নিলেও ১ মাসেও গ্রেফতার হয়নি ধর্ষক ও তার সহযোগীরা। এদিকে, ধর্ষক গোলাপ হোসেন ও তার সহযোগীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। এবং মামলা তুলে নিতে ধর্ষিতার পরিবারকে নানাভাবে ভয়-ভীতি ও প্রাণনাশের হুমকি প্রদর্শন করে আসছে। ফলে চরম নিরাপত্তাহীনতায় ভূগছে ধর্ষিত স্কুলছাত্রীসহ তার পরিবার। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই ইউনুস আলী’র সাথে কথা হলে তিনি বলেন, আসামীদের গ্রেফতারের প্রচেষ্টা চলছে।