শ্রীবরদীতে তুচ্ছ ঘটনায় কৃষক খুন

image_88033_0রোম্মান আরা পারভীন রুমী: তুচ্ছ ঘটনায় প্রতিপক্ষের হামলায় দুলাল মিয়া (৪৫) নামে এক কৃষক খুন হয়েছেন। নিহত কৃষকের স্ত্রী জুলেখা বেগম ও তার ছেলে মাহবুব গুরুতর আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার শেরপুরের শ্রীবরদী উপজেলার ভেলুয়া ইউনিয়নের দষ্টিপাড়া গ্রামে। এ ঘটনায় প্রতিপক্ষ মোশারফ হোসেন ওরফে কমল মিয়া (৫৫), তার ছেলে হারুন মিয়া (২৪), সুমন (২২), শামিম (২০) ও সোলায়মান (১৮)সহ ৭/৮ জনের বিরুদ্ধে থানায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে। নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, রোববার দুলাল মিয়ার পাচঁ বছরের শিশু কন্যার সাথে প্রতিবেশি মোশারফ হোসেন ওরফে কমল মিয়ার ছয় বছরের শিশু কন্যার খেলার সময় হাতাহাতি হয়। এ ঘটনায় কমল মিয়া ও তার ছেলেরা বাড়িতে আসে। সোমবার তাদের বাড়ির পাশে ধান ক্ষেতে দুলাল মিয়াকে একাকি পেয়ে কমল মিয়া ও তার ছেলেরা পরিকল্পিতভাবে ধারালো অস্ত্রসহ লাঠিসোঠা নিয়ে তার ওপর হামলা করে। এ সময় দুলাল মিয়ার স্ত্রী জুলেখা বেগম ও তার ছেলে মাহবুব বাধাঁ দিতে এলে তাদেরকেও বেধম মারপীট করে। এতে তারা তিন জনই গুরুতর আহত হয়। পরে তাদেরকে প্রথমে শ্রীবরদী সদর হাসপাতালে পরে জেলা সদর ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আজ সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় দুলাল মিয়া। এদিকে নিহতের ছেলে মাহবুব ও জুলেখা বেগম আশংকাজনক বলে নিহতের পরিবার সূত্র জানান। শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ বেলাল হোসেন তরফদার জানান, এ ঘটনায় থানায় কমল মিয়াসহ ৭/৮ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের হয়েছে। আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

 

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend