মুক্তিযোদ্ধা কাউন্সিলের ৬ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করছে দুদক
ছয় সচিবের মুক্তিযোদ্ধা সনদ জালিয়াতির ঘটনায় জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের মহাপরিচালক সৈয়দ মাহবুব হাসানসহ ছয় জনকে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের উপ-পরিচালক জুলফিকার আলী তাদের জিজ্ঞাসাবাদ করছেন। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যলায়ে এ জিজ্ঞাসাবাদ শুরু হয়। যাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তারা হলেন- মুক্তিযোদ্ধা কাউন্সিলের পরিচালক একেএম খায়রুল আলম, উপ-পরিচালক নুল আলম, উপ-পরিচালক একেএম আলী আহসান, উপ-পরিচালক মাহমুদুল হক ও অফিস সহকারী মেহনাজ বেগম। উল্লেখ্য, ছয় সচিবের ভুয়া মুক্তিযোদ্ধা সনদ দেখিয়ে চাকরির মেয়াদ বাড়ানোর অভিযোগ অনুসন্ধান করছে দুদক। তারা হলেন- বিনিয়োগ বোর্ডের সদস্য ও সাবেক সচিব মোল্লা ওয়াহিদুজ্জামান, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মাসুদ দিদ্দিকী, যুগ্ম সচিব আবুল কাসেম তালুকদার, স্বাস্থ্যসচিব এমএস নিয়াজ উদ্দিন, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব একেএম আরিফ হোসেন ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. খন্দকার শওকত।