অস্থায়ী আদালতে উপস্থিত থাকবেন না খালেদা
আজ বুধবার থেকে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দুদক কর্তৃক দায়েরকৃত জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার শুনানি শুরু হচ্ছে। তবে উক্ত শুনানিতে খালেদা জিয়ার উপস্থিতির বিষয়ে জানতে চাইলে বিএনপির গণশিক্ষা বিষয়ক সম্পাদক ও খালেদা জিয়ার আইনজীবী এডভোকেট সানাউল্লাহ মিয়া বলেন, আজকের শুনানিতে চেয়ারপারসন আদালতে উপস্থিত থাকবেন না। তিনি বলেন, যখন উপস্থিত থাকতে হবে বলে মনে করা হবে তখনই বেগম জিয়া উপস্থিত থাকবেন।
রাজধানীর বকশীবাজার সংলগ্ন আলিয়া মাদ্রাসা মাঠে দায়রা জজের অস্থায়ী স্পেশাল এজলাসে এ মামলার শুনানি চলবে।
এ ঘটনার প্রতিবাদ জানাতেই আজ সেখানে নেতাকর্মীরা উপস্থিত হবেন বলে জানা গেছে।
উল্লেখ্য, বিএনপি শুরু থেকেই আলিয়া মাদ্রাসা মাঠে এজলাসে শুনানির বিরোধিতা করে আসছে।