নারায়ণগঞ্জের সাত খুনের ঘুষ লেনদেনের তথ্য সংগ্রহ করছে দুদক
নারায়ণগঞ্জের সাত খুনের ঘটনায় অবৈধ অর্থ লেনদেনের যে অভিযোগ উঠেছে তার তথ্য-উপাত্ত সংগ্রহ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার বেলা পৌনে ১২টায় রাজধানীর সেগুনবাগিচায় দুদকের মাসিক ব্রিফিংয়ে সংস্থাটির সচিব মো. ফয়জুর রহমান চৌধুরী একথা বলেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, অবৈধ আর্থিক লেনদেনের অভিযোগ আমরা পেয়েছি। এক্ষেত্রে আমরা তথ্য উপাত্ত সংগ্রহ করছি। তিনি আরও বলেন, কারও বিরুদ্ধে অবৈধ সম্পদের অভিযোগ থাকলে, তা খতিয়ে দেখার একমাত্র এক্তিয়ার রয়েছে দুদকের।
সাবেক তিন র্যা ব কর্মকর্তা ও নারায়ণগঞ্জের প্যানেল মেয়র নজরুল ইসলামের হত্যার ঘটনার প্রধান আসামি নূর হোসেন ও অবৈধ আর্থিক লেনদেনের অভিযোগ ওঠা সাবেক তিন র্যা ব কর্মকর্তার সম্পদের তথ্য-উপাত্ত সংগ্রহ করা হচ্ছে বলেও জানান তিনি।